দীর্ঘ আট বছর বিরতি শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলে মাশরাফি বিন মুর্তুজা কিংবা রুবেল হোসেনদের মতো আরো কিছু ফাস্ট বোলারের প্রয়োজন। তাই আগামী ডিসেম্বরে নতুন পেসার পেসার হান্ট সন্ধানে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সারা দেশজুড়ে আয়োজিত হবে এই পেসার হান্ট। আট বছর আগের টাইগার রুবেল হোসেন এবং শফিউল ইসলামরা এসেছিলেন এই পেসার হান্ট থেকে। মাঝের সময়টাতে কজন রুবেল হারিয়ে গেছেন তার হিসেব এখন আর বের করা সম্ভব নয়। পেসারদের চাওয়া- শুধু নিয়মিত আয়োজন নয় পেসার হান্টের প্রতিটি সম্ভাবনাময় বোলারকেই দেয়া হোক যথাযথ প্রশিক্ষণ আর গড়ে ওঠার সুযোগ। রুবেল শাহাদাতদের মত জাতীয় দলের হয়ে গতিঝড় তোলার সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না কেউই। তাই পেসার হান্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন পেশাদার ক্রিকেটাররা। তবে শেষ বিকেলে যারা আরেকটা রুবেল বা মাশরাফি হবার স্বপ্নে বল হাতে নেন সেই তৃণমূল অপেশাদার ক্রিকেটারদের কাছে পেসার হান্ট পৌঁছানোর চ্যালেঞ্জটা কিন্তু থেকেই যাচ্ছে।
সংবাদ শিরোনাম
মাশরাফি-রুবেলদের মতো আরো কয়েকটা বোলার খুঁজবে বিসিবি
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
- ৩৩৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ