বন্যা পরিস্থিতির অবনতিতে চিন্তিত নন ত্রাণ প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, তবে এতে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

শুরুতে ১০টি জেলা বন্যাকবলিত হলেও খুবই দ্রুত সময়ে তা ২০ টিতে পৌঁছেছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বন্যা পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আবহাওয়াবিদরা আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। চীন, নেপাল ও ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এসব দেশের পরিস্থিতি আরও খারাপ হলে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়বে।’

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘টানা বর্ষণ অব্যাহত থাকায় পনেরটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টি আরও বাড়বে, তাই বন্যা পরিস্থির অবনতি হতে পারে। তবে এ নিয়ে আমরা চিন্তিত নই। পর্যাপ্ত খাবার মজুদ আছে। প্রত্যেক জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। আশ্রয়ের জন্য ৫০০টি করে তাঁবু পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা আগাম প্রস্তুতি রেখেছি। মাঠকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা আক্রান্তদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিচ্ছেন। সেখানে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে।’

এনামুর রহমান বলেন, ‘প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। কমিটিকে দুর্যোগ মোকাবেলায় কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর