হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। রোববার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন দুর্ঘটনায় আজ সোমবার ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন।
তিনি জানান, চিফ ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ সময় দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্তের পর জানা যাবে।
তিনি আজ সোমবার সকাল সোয়া ৮টায় বিশেষ ট্রেনে করে কুলাউড়া স্টেশনে পৌঁছান। সেখান থেকে ঘটনাস্থল পরিদর্শনে যান।