হাওর বার্তা ডেস্কঃ রসিকতা করে নিজেকে ৭২ বছরের বুড়ি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন সচিব নিজেকে ‘বৃদ্ধ’ বলার পর প্রধানমন্ত্রী বলেন, ‘ওনি যদি নিজেকে বলেন বৃদ্ধ, তাহলে ৭২ বছর বয়সে কী বলব নিজেকে?’ রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জনপ্রশাসন সচিবের একটি বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, `ওনি যদি নিজেকে বলেন বৃদ্ধ, তাহলে ৭২ বছর বয়সে কী বলব নিজেকে?’
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যের কথা তুলে ধরে সে জন্য কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘তো আমি দেখতে পারব না। কিন্তু আজকের যে প্রজন্ম, প্রশিক্ষণার্থী, তারাই তো ৪১ এর দেশ গড়ার কারিগর। সবাই রাজি তো?’
‘এখন থেকে অনেক দায়িত্ব নিতে হবে। ৭২ বছরের বুড়ি তো তখন থাকবে না। কিন্তু কাজগুলো করতে হবে। তাই দায়িত্বটা দিয়ে যাচ্ছি নতুন প্রজন্মের কাছে। আপনারা করবেন।’
উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির প্রাথমিক যোগ্যতা অর্জনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু আমাদের আরো বেশি সামনে যেতে হবে। আমাদের যেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।’
উন্নয়নটা শুধু রাজধানীকেন্দ্রীক না, গোটা বাংলাদেশব্যাপী হবে বলেও জানান শেখ হাসিনা। বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন হবে আর্থ সামজিকভাবে। প্রতিটি অঞ্চলের উন্নয়ন হবে।’
যে কর্মকর্তারা যেখানেই যাবেন, কেবল চাকরির জন্য চাকরি না করে, জনগণের সেবা, দেশের সেবা, দেশ ও দেশের মানুষকে ভালোবাসার পরামর্শও দেন সরকার প্রধান।
সূত্র: ঢাকাটাইমস