হাওর বার্তা ডেস্কঃ পাঁচ ধাপে বিভক্ত উপজেলা নির্বাচনের শেষ ও পঞ্চম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় এই ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ (১৯ জুন) মোট ২০ উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ৪টিতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে।
শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে শনিবার (১৫ জুন) মধ্যরাতে। এদিকে নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।
যদিও শেষ ধাপের ভোট নিয়ে নানা অভিযোগ রয়েছে। একজন সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মামলাও করেছে কমিশন।
বিষয়টি উল্লেখ করে ইসি সচিব মো. আলমগীর বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিতর্কিত ওসিদের প্রত্যাহার করা হয়েছে। বাতিল করা হয়েছে একজন প্রার্থীর প্রার্থিতা।
একজন এমপির বিরুদ্ধে মামলার নির্দেশনাও দিয়েছে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেষ ধাপে গাজীপুর সদর, নারায়ণগঞ্জের বন্দর, বাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট হবে।
এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আজ (সোমবার) ভোটকেন্দ্র ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে।
এর আগে চতুর্থ ধাপে গত ৩১ মার্চ ছয় উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপে চার উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪শ উপজেলায় ভোট গ্রহণ করা হয়।