বিএনপির প্রার্থী রুমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

হাওর বার্তা ডেস্কঃ একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির একমাত্র প্রার্থী রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রত্যাহারের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার বিকালে ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার, বিকাল ৫টা পর্যন্ত রুমিন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছি।

বুধবার এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হবে। দুয়েক দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এরপর সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানার শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠাবে ইসি সচিবালয়।

প্রয়াত ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা গত কয়েক বছর ধরেই বিএনপির কর্মকাণেড বেশ সক্রিয়। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন টকশোতে তাকে নিয়মিত দেখা যায়।

সাপ্তাহিক ইত্তেহাদের সম্পাদক অলি আহাদের গড়ে তোলা দল ‘ডেমোক্রেটিক লীগ’ এরশাদবিরোধী আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন সাত দলীয় জোটে ছিল। দলটি এখনো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক। বাবার গড়ে তোলা ওই দলে নাম লেখাননি রুমিন ফারহানা। বিএনপির সর্বশেষ কাউন্সিলে তাকে সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক করা হয়।

চলতি সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন রয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর