জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে হলে সহিংসতা ও বিশৃঙ্খলা আরো বাড়বে। এটি সরকারের আবার ক্ষমতায় যাওয়ার নীলনকশা। এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশে এখন খুন ও গুমের রাজনীতি চলছে। সোমবার দুপুরে টাঙ্গাইলে স্থানীয় ভাসানী হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণ ও দুই বিদেশি হত্যাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সত্যি বললে পরদিন লাশ হতে হয়। ৪-৫শ’ বছরে হোসনে দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। যে দেশে পুলিশের নিরাপত্তা নেই, সে দেশে সরকার মানুষের নিরাপত্তা দেবে কীভাবে। সম্মেলনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, পানি সম্পদমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, ভুঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম তালুকদার ছানু, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোজাম্মেল হকসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে কণ্ঠ ভোটে আবুল কাশেমকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করেন এইচ এম এরশাদ।
সংবাদ শিরোনাম
সত্যি বললে পরদিন লাশ হতে হয় : এরশাদ
- Reporter Name
- আপডেট টাইম : ১০:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
- ২৬১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ