বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার নয়, পুলিশই এখন বিএনপির প্রতিপক্ষ। এ অবস্থা তৈরি করেছে অবৈধ সরকার। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, সরকার পুলিশ দিয়ে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করার করার চেষ্টা করছে। সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে। তিনি বলেন, পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না। কাউন্সিলের জন্য ১০/২০ জন নেতাকর্মী জড়ো হলেই তাদের আটক ও মামলা দেয়া হচ্ছে। জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকারের উচিত, শিগগিরই নির্বাচন দেয়া। নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্রের লড়াই চলছে। এ লড়াইয়ে বিএনপির সঙ্গে রয়েছে জনগণ। আমরা অবশ্যই বিজয়ী হব। কর্নেল অলির সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, আব্দুল গণি প্রমুখ।
সংবাদ শিরোনাম
এ লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব : নজরুল ইসলাম
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
- ২৪৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ