হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাজারে উঠেছে সুমিষ্ট ফল রসালো লিচু। মধুমাস জ্যৈষ্ঠ আসতে বাকি অল্প কিছু দিন। তবে এরই মধ্যে রাজশাহীর বাজারে উঠেছে টসটসে রসালো লিচু। কিন্তু দাম তুলনামূলক একটু বেশি। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় এর দাম একটু বেশি। কিছুদিন পর পর্যাপ্ত লিচু উঠলে দাম কমে আসবে।
শনিবার সকালে মহানগরীর বিভিন্ন জায়গায় কয়েক বিক্রেতাকে লিচু বিক্রি করতে দেখা গেছে। তারা জানান, চলতি মৌসুমে আজই প্রথম বাজারে লিচু উঠেছে। প্রতি ১০০ পিস লিচু তারা বিক্রি করছেন ২৫০ থেকে ৩০০ টাকায়। কিছুদিন পর বেশি লিচু উঠলে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করা যাবে। এখন চড়া দরে কেনায় চড়া দামেই তাদের বিক্রি করতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীতে ৪৭৬ হেক্টরের বেশি জমিতে লিচুবাগান রয়েছে। এখন ছোট-বড় মিলিয়ে লিচুবাগানের সংখ্যা ৯০টিরও বেশি। বাগান ছাড়াও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চফলনশীল চায়না-৩, বোম্বে ও মাদ্রাজি জাতের লিচু চাষ হয়েছে। এবার প্রতি কেজিতে গড়ে ২০ পিস ধরে চার টনেরও বেশি লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।