হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে তাকে আটকাতে আত্মবিশ্বাসী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক।
টানা দ্বিতীয়বারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার ফাইনালে পা রাখতে সাধ্যের সব কিছুই করবেন বলে জানিয়েছেন ডাচ এই ফুটবলার। বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে লিভারপুল। আগামী ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।
চলতি মৌসুমে ভন ডাইকের নেতৃত্বে দারুণ সাফল্য দেখিয়েছে লিভারপুলের রক্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ৩৬ ম্যাচের ১৯টিতেই কোনো গোল হজম করেনি ইয়ুর্গেন ক্লপের দল। লিগে পুরো মৌসুমে এ পর্যন্ত লিভারপুলের জালে বল জড়িয়েছে মোটে ২০ বার। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইতিহাসের মাত্র তৃতীয় ডিফেন্ডার হিসেবে ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ভন ডাইক।
এর আগে ক্যারিয়ারে একবারই কাম্প নউয়ে খেলেছিলেন ভন ডাইক। ২০১৩ সালের ডিসেম্বরে সে ম্যাচে ৬-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল তার সে সময়ের ক্লাব সেল্টিক। এবারে সেই স্মৃতি মুছে ফেলতে চান ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক।
“হ্যাঁ, আমি মনে করি মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমি এ কথা অতীতেও বলেছি। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে আমরা খেলি, কিভাবে আমরা রক্ষণ সামলাই, আমরা একজনের বিপরীতে একজন থাকি না, রক্ষণে সবাই মিলে অংশ নেই এবং সবাই মিলেই আক্রমণে উঠি–তাই আমরা দেখব কি ঘটে।”“পরিস্থিতিটা হলো, সেমি-ফাইনালে আমাদের প্রতিপক্ষ বার্সেলোনা। আর আমরা অন্যতম সেরা খেলোয়াড়ের মুখোমুখি হব। আমি মনে করি, বিশ্বের সেরা খেলোয়াড় সে (মেসি)।
তবে শুধু দারুণ ছন্দে থাকা মেসিকে নিয়ে নয় পুরো বার্সেলোনা দলকে নিয়েই ভাবতে চান ভন ডাইক। “কিন্তু শুধু সে নয়, পুরো দলটাই মানসম্পন্ন। আর আমরা ভালোভাবে প্রস্তুত হব এবং সেটাই আমরা করব।”
“আমাদের দলটাও খুব ভালো। তাই আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। সুতরাং এটা এমন নয় যে আমরা সেখানে ছুটি কাটাব বা তেমন কিছু করব।”
“সমস্যার মুখোমুখি হওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার এবং আমরা থাকব। আশা করি আমরা একটা ভালো ফল পাব অথবা এমন একটা ফল পাব যা নিয়ে আমরা অ্যানফিল্ডে ফিরতে পারি। ফাইনালে পৌঁছাতে আমরা সবকিছুই চেষ্টা করব।”