আসছে ‘চিরকুমারী সংঘ’

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, স্বাগতা, ইশানা খান, সাব্বির আহমেদ ও সোহান খান। প্রশ্ন খানের রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা ভুবন রেফাত। সম্প্রতি নাটকটির ১৩ পর্ব দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে।

গল্পে দেখা যাবে, একটি এলাকার কিছু মেয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। তারাই গ্রামে গড়ে তুলে চিরকুমারী সংঘ। যেসব মেয়েরা নানা ধরনের নির্যাতনের শিকার হয় তারা এই সংগঠনের সদস্য হন। আবার দেখা যায় এই সংগঠনের অনেক মেয়ের সঙ্গে অনেক ছেলে প্রেম করতে চায়। কেউ কেউ গোপনে প্রেমও করে। এমনই নানান ধরনের হাস্যরসাত্বক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘চিরকুমারী সংঘ’।

এ প্রসঙ্গে অভিনেত্রী স্বাগতা বলেন, ‘আমার কাছে গল্পটা বেশ ভালো লেগেছে বিধায় কাজটি করেও বেশ মজা পেয়েছি। গল্প এবং ভুবন রেফাতের নির্দেশনায় নতুনত্ব আছে, যে কারণে আশা করা যায় নাটকটি দর্শকের ভালোলাগবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর