হাওর বার্তা ডেস্কঃ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অ্যানাল সেক্স করেই অন্তঃসত্ত্বা হয়েছেন এক মহিলা! আমেরিকাতে সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে। চিকিৎসকেরাও অবশ্য প্রথমে ওই মহিলার কথায় বিশ্বাস করতে পারছিলেন না। পরে পরীক্ষা-নিরীক্ষার পর দেখেন যে মহিলার দাবি মোটেই উড়িয়ে দেওয়ার নয়। বরং চিকিৎসা বিজ্ঞানে তা ভীষণই উল্লেখযোগ্য। চিকিৎসকেরা জানান, ওই মহিলা জন্মগতভাবেই ‘ক্লোআক্যাল ম্যালফরমেশন’ নামে বিরল রোগে আক্রান্ত। যা ২০ হাজারে একটা ঘটে থাকে।
এই রোগে আক্রান্তদের মলদ্বার, মূত্রনালী এবং জরায়ু আলাদা ভাবে উন্মুক্ত না হয়ে, একটি ছিদ্রেই মুক্ত হয়ে থাকে। তবে ছোটবেলায় ওই মহিলার চিকিৎসা হয়েছিল। সার্জারি করে চিকিৎসকেরা এই তিনটেকেই আলাদা করে দিয়েছিলেন। কিন্তু চিকিৎসাতেই কোথাও গাফিলতি থেকে গিয়েছিল। তারই খেসারত দিচ্ছেন তিনি। মূত্রনালীর পথটাকে আলাদা করা গেলেও মলদ্বার এবং জরায়ুর মধ্যে সংযোগ থেকে গিয়েছিল। অ্যানাল সেক্সের সময়ে যার ফলে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।