জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে সিইসি একথা জানান।

সিইসি কেএম নূরুল হুদা বলেন, ৩০ ডিসেম্বর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেয়া হয়েছিল।

তিনি বলেন, ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবে ফল হয়েছে। নতুন করে ভোট গ্রহণের কোনো সুযোগ নেই।’ আর এ কারণে পুনরায় ভোট গ্রহণের যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট জানিয়েছে তা মেনে নেয়া সম্ভব নয় বলেও এ সময় উল্লেখ করেন সিইসি।

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়েছে। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

এ পর্যন্ত পাওয়া বেসরকারি ঘোষিত ফলাফলে ২৫৯ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর