ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে বৈরী আবহাওয়া হওয়ায় অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার বিকেলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে ইতোমধ্যে ৪ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। তাই নিরাপত্তার জন্য বিকেল ৩টা থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সদরঘাটসহ সারা দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে। কখন লঞ্চ চলাচল শুরু হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঘূর্ণিঝড় ‘তিতলি’ বৃহস্পতিবার সকাল নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর