তাড়াইলে বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো.সুমন মিয়া, তাড়াইল প্রতিনিধি :কিশোরগঞ্জের তাড়াইলে বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট এর ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন /২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার।উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ, আলমগীর হুছাইন। বক্তাগন বাল্য বিবাহ প্রতিরোধে ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ কামাল উদ্দিন কাঞ্চন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সহকারি কমিশনার ভূমি শ্রাবনী রায়, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. মোল্যা মো. মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চৌধুরী মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল প্রেস ক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল- সাচাইল সদর ইউপি ‘র চেয়ারম্যান কামরুজ্জামন মহাজন, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ একে এস জামান সম্রাট, জাওয়ার ইউপি ‘র চেয়ারম্যান জিয়াউর রহমান, দামিহা ইউপি ‘র চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, ধলা ইউপি ‘র চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, রাউতি ইউপি ‘র চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন জুয়েল, দিগদাইড় ইউপি ‘র চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূইয়া ছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গনমাধ্যম কর্মী, ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর