পৃথিবীর কোথাও শিক্ষায় ভ্যাট নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের বিরোধিতা করেছেন। তিনি দাবি করেছেন, পৃথিবীর কোথাও শিক্ষায় ভ্যাট নেই। সরকার এসব পদক্ষেপ তখনই নেয় যখন তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। সরকার ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’-এ রকম অবস্থায় চলে এসেছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এমাজউদ্দীন এসব কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে এমাজউদ্দীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে বিচার চলছে, এটা অর্থপূর্ণ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর