শিপিং খাতে আইএমও-র সার্বিক সহযোগিতার আশ্বাস

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) বাংলাদেশের সম্ভাবনাময় শিপিং খাতে সার্বিক সমর্থন প্রদানে আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় আইএমও-র মহাসচিব কাইট্যাক লিম এই আশ্বাস দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে আইএমও মহাসচিব বলেছেন, ‘বাংলাদেশ আইএমও-র গুরুত্বপূর্ণ সদস্য এবং এদেশে শিপিং খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

বঙ্গভবনের মুখপাত্র বলেন, বৈঠকে লিম বাংলাদেশের মেরিন ট্রেনিং একাডেমি ও জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতির প্রশংসা করেন।

রাষ্ট্রপতি ভবনে লিমকে অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজ ও সমুদ্রবর্তী টহল জাহাজ নির্মাণ করছে।

বাংলাদেশে মেরিন ক্যাডেট তৈরিতে প্রচুর সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত প্রশিক্ষিত নেভাল ক্রু রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে বিদেশে মেরিন ক্যাডেটদের পাশাপাশি নৌ বিভাগীয় কর্মকর্তাদের আরও চাকরির সুযোগ প্রদানের জন্য আইএমও-র প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের একটি বিশেষ এজেন্সি হিসেবে আইএমও-এর সহযোগিতায় নৌ বিভাগীয় কর্মকর্তা ও নৌযানের কারিগরি বিশেষজ্ঞদের ব্যাপক বিনিময়ের ওপরও রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন। সূত্র: বাসস

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর