উভয় বাজারে প্রধান সূচক বেড়েছে

হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।

ডিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৯৪৪ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৮২ কোটি ১০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৪ কোটি ৩৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৫ পয়েন্টে এবং ৯ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, এসিআই লিমিটেড, প্রাইম ব্যাংক, আরএসআরএম স্টিল, সিএনএ টেক্সটাইল, আইডিএলসি, ফরচুনা সু এবং নাভানা সিএনজি।

অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ৩৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, বিবিএস কেবল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরেএসআরএম স্টিল, পূবালী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, ফুওয়াং ফুড, সিএনএ টেক্সটাইল এবং আরএন স্পিনিং।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর