২০১৯ পর্যন্ত পিএসজিকে পৃষ্ঠপোষকতা করতে চায় এমিরেটস

হাওর বার্তা ডেস্কঃ কাতারের মালিকানাধীন ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইনকে আগামী ২০১৯ সাল পর্যন্ত পৃষ্ঠপোষকতা করার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস। যদিও সম্প্রতি কাতারের সাথে মধ্যপ্রাচ্যের যে ৬টি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেবার সপ্তাহখানেকের মধ্যেই এমিরেটসের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। এ সম্পর্কে এয়ারলাইনটির এক মুখপাত্র বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত ফ্রেঞ্চ ফুটবল ক্লাব পিএসজির সাথে পৃষ্ঠপোষকতা বাবদ চুক্তি করেছে এমিরেটস। এ পর্যন্ত ক্লাবটি সবধরনের শর্তাবলী পূরণ করেছে। সে কারণেই চুক্তি বাতিলের কোন প্রশ্নই আসে না। পরিকল্পনামাফিকই এই পার্টনারশীপে যাচ্ছে এমিরেটস। ২০০৬ সাল থেকেই এমিরেটসের লোগো সমৃদ্ধ জার্সি পড়ে আসছে পিএসজির খেলোয়াড়রা। পিএসজি ছাড়াও এমিরেটসের সাথে পার্টনার হিসেবে আরো রয়েছে এসি মিলান, রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর