এপ্রিলেই শীর্ষে উঠে যাবে আর্জেন্টিনা

গত কিছুদিন ধরে ফুটবল বিশ্বে বিস্ময়ই তৈরি করেছিল বেলজিয়াম। ইউরোপের কালোঘোড়া নামেই পরিচিত দলটি। যেকোনো বৈশ্বিক কিংবা মহাদেশীয় টুর্নামেন্টে সব সময় থাকে আন্ডারডগ। তবে, একসঙ্গে একটি সোনালি প্রজন্মের উত্থান ঘটেছে বেলজিয়ামে।

ভিনসেন্ট কোম্পানি, মারুয়ানে ফেল্লাইনি, ইডেন হ্যাজার্ড, থিবাত কুর্তোসদের নিয়ে গড়া দলটি যেন এখন বিশ্বজয়েরই স্বপ্ন দেখছে। ইউরো বাছাই পর্ব শেষে সেই দলটিই প্রথমবারেরমত ফিফা র্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসে বেলজিয়ানরা।

তবে নিজেদের গর্বের এই স্থানটি আর ধরে রাখতে পারছে না ইউরোপের চমক সৃষ্টিকারী দলটি। বেলজিয়ামকে হটিয়ে দিয়ে এপ্রিলেই শীর্ষে উঠে আসছে মেসির দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে গত বৃহস্পতিবার চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েই র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার কাজটি সেরে ফেলেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলার কারণে বেলজিয়ামকে চলে যেতে হচ্ছে পেছনের সারিতে। সুতরাং, মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা হারলেও তাতে কোনো ক্ষতি নেই। তারাই উঠে যাবে শীর্ষে।

গত বছর নভেম্বরে প্রথম ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে বেলজিয়াম। ওই সময় যে রেটিং পয়েন্ট অর্জন করেছিল বেলজিয়ানরা, সেই ১৪২৩ পয়েন্ট নিয়েই থাকতে হচ্ছে তাদের।

অপরদিকে চিলির বিপক্ষে জেতার কারণে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়ালো ১৪৬৮। এমনকি বলিভিয়ার বিপক্ষে হেরে গেলেও এই পয়েন্টের হেরফের হবে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর