শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে দেয়া হবে সেলাই মেশিন

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে ৩ হাজার ২০০ সেলাই মেশিন, ১ হাজার ৩০০ দুস্থ নারীকে ২৬ লাখ টাকা এবং গোপালগঞ্জের ১০০ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

করোনা কারণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী ডিজিটাল পদ্ধতিতে উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে এবারই প্রথম ৩ হাজার ২০০ সেলাই মেশিন, ১৩০০ দুস্থ নারীকে ২৬ লাখ টাকা এবং গোপালগঞ্জের ১০০ মেধাবী শিক্ষার্থীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকেই ল্যাপটপ দেয়া হবে।

তিনি আরো জানান, ডিজিটাল পদ্ধতিতে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু একাডেমি ও গোপালগঞ্জ থেকে অংশ নেবেন অন্যরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর