একই দলে মেসি-রোনালদো

হাওর বার্তা ডেস্কঃ লিওনেল মেসির বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক এরিক আবিদালের সঙ্গে বিবাদ আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়ার নতুন সব গুঞ্জন জন্ম দিয়েছে। বার্সেলোনার সাবেক ফুটবল ব্যবস্থাপক আরেইদো ব্রাইদার অভিমত, মেসির ক্লাব ছাড়ার সম্ভাবনা অমূলক তো নয়ই, এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও কোনো ক্লাবে দেখা যেতে পারে তাকে।

সম্প্রতি ইতালিয়ান সংবাদ মাধ্যম রেডিও আঞ্চিওকে ব্রাইদা বলেন, ‘মেসি একজন অসাধারণ খেলোয়াড়, বার্সেলোনায় সে ভালো করছে। ১৩ বছর বয়স থেকে সেখানে পরিবারসহ আছে সে। তার জন্য ক্লাবটা ছাড়া কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়।’

মেসি যদি ক্লাব ছাড়েনও, ইউরোপের খুব কম ক্লাবেরই সাধ্য আছে তাকে দলে রাখার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এমএলএসের কোনো ক্লাবই হতে পারে তার ঠিকানা। এদিকে রোনালদো জুভেন্তাসে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার গুঞ্জন আছে। সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রে যাওয়ারও।

ব্রাইদার মতে, কোনো একসময় আধুনিক ফুটবলের দুই মহারথীকে একই দলে দেখা যেতে পারে। তিনি বলেন, ‘দুজন খুবই ভালো খেলোয়াড় যারা দারুণ পরিশ্রমী ও কর্মঠ। তারা একসঙ্গে খেলতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর