১২০ মিলিয়ন বছর আগে সাপের ডানা ছিল, থাকত ডাঙায় : গবেষক দল

সাপের জন্মবৃত্তান্ত নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। জলে নয় সাপেরা বাস করত ডাঙায়।  সাপেদের পিছল এবং লম্বা শরীর তাদের সাঁতার কাটতে  সাহায্য করত, এই ধারণা ভেঙে নতুন তথ্য দিল  ইয়েল বিশ্ববিদ্যালয়য়ের গবেষকরা। তাঁদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা হলো: সাপরা বিচরণ করত  স্থলভূমিতে। নিশাচর প্রাণী হিসাবে গণ্য হত তারা।

গবেষকদের দাবি, ১২০ মিলিয়ন বছর আগে সাপেদের নাকি ডানা ছিল। সেই ডানা সাধারণত ব্যবহার করত না বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

এ বিষয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়য়ের গবেষক সিয়াং দাবি করেছেন,  সাপেদের লেজের দিকে যে ছোট্ট অঙ্গ দেখা যায়  সেটাই নাকি প্রমাণ করে সাপেদের লেজ ছিল।

আরও এমন কিছু তথ্য উঠে এসেছে এই গবেষণায়, যা সত্যিই অবাক করেছে খোদ বিজ্ঞানীদেরও। ৬০ মিলিয়ন বছর আগে সাপেরা এতটাই ছোট্ট আকারের হত যে তাদের মৃত্যুর পর কোন জীবাশ্মকেই সংরক্ষণ করা সম্ভব হয়নি। যেটুকু সংরক্ষিত করা হয়েছে তাতে দেখা গেছে  সেই সাপেরা নাকি ৪০ ফুটেরও বেশি লম্বা হতে পারত-দাবি গবেষকদের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর