আরও গরম বাড়তে পারে

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গরম কিছুটা বাড়তে পারে। আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে দাবদাহ। জানালেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন।

তিনি বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। ফলে গরম কিছুটা বাড়বে। আর দুই থেকে তিনদিন গরম থাকবে। তারপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেসময় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর