হাওর বার্তা ডেস্কঃ অবশেষে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমাটি। ১৮ এপ্রিল আনকাট সেন্সর পেয়েছে এটি। মঙ্গলবার সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন নির্মাতা। ছবিটি বিভিন্ন হলে মুক্তি দেওয়ার পরিকল্পনাও শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীর বলাকা সিনেমা হল বুকিং হয়েছে।
অনন্য মামুন বলেন, আমাদের সিনেমা ‘আবার বসন্ত’-এর সেন্সর সার্টিফিকেট পেলাম। হল বুকিং শুরু করলাম বলাকা সিনেওয়ার্ল্ড দিয়ে। ধন্যবাদ বলাকা সিনেওয়ার্ল্ডকে ঈদে এত সিনেমার ভিড়ে আমাদের ছবিটিকে বেছে নেওয়ার জন্য।
অনন্য মামুন বলেন, কোনো ছবির মূল শক্তি হলো গল্প। আমার আগের ছবি থেকে পুরো নতুন ফর্মুলা ও গল্পের ছবি ‘আবার বসন্ত’। পারিবারিক গল্পের ছবি এটি। দর্শকদের আরও কিছুদিন হয় তো অপেক্ষা করতে হচ্ছে ছবিটি দেখার জন্য। ছবিটিতে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, অর্চিতা স্পর্শিয়া। এই প্রথমবার দুই প্রজন্মের এ দুই শিল্পীর অসমবয়সী প্রেমের রসায়ন ফুটে উঠবে রুপালি পর্দায়।
তারিক আনাম-স্পর্শিয়া ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ, করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ।