হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারকন্যা পরীমনি। দর্শকমহলে প্রসংশিত এ অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে তিনি বড় পর্দায় এখন বেছে বেছে কাজ করাতে আগ্রহী হয়ে উঠেছেন। তার বর্তমান ব্যস্ততা শর্টফিল্ম ও নিজের ব্যক্তিগত জীবন নিয়েই।
এছাড়া নেট দুনিয়ায়ও বেশ সরব এ অভিনেত্রী। নিজের সোশ্যাল ওয়ালে কখনো বেড়ানো যাওয়ার ছবি পোস্ট করেন আবার কখনো বা নিজের তোলা ছবিও পোস্ট করেন। এবারো এর ব্যাতিক্রম হলো না।
গেল ১৪ ফেব্রুয়ারী দীর্ঘদিন প্রেমিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারলেন পরীমনি। আর সেই অনুষ্ঠানের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করলেন নায়িকা।
ভিডিওটির সিনেমেটোগ্রাফি করেছে ‘ফটো আর্ট’। সেখানে দেখা যাচ্ছে বাগদানের দিন পরীমনি এবং তামিম হাসানের রোমান্স এবং খুনসুটির কিছু দৃশ্য।
এদিকে, কয়েকদিন আগেই নিজেকে ভিন্ন পরিচয়ে হাজির করেছেন এই গ্ল্যামারকন্যা। কেননা নায়িকার শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেন, শাশুড়ির বউমা। নিজেকে এতদিন প্রেমিকা বা বউ হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরীমনি যে শাশুড়ির লক্ষ্মী একটি বউ সেটা নতুন পরিচয় দেয়া দেখেই বুঝা যায়।