হাওর বার্তা ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটযুদ্ধে বাংলার ১১ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। তার মধ্যে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়, তৃণমূলের খালিলুর রহমান, বিজেপি প্রার্থী হুমায়ুন কবিরসহ উল্লেখ্যযোগ্য।
কোটিপতি প্রার্থীর তালিকায় প্রথমে কে?
জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী খালিলুর রহমান কোটিপতি প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি। নির্বাচনী হলফনামায় এমনটাই জানিয়েছেন তিনি। এরপরই রয়েছেন কংগ্রেসের মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭ কোটি টাকা।
কোটিপতির তালিকায় প্রণবপুত্রও
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী। এককালে এই আসন থেকে লড়েছেন তাঁর বাবা প্রণব। প্রণবপুত্র অভিজিতের সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা।
আর কারা রয়েছেন তালিকায়?
মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নূর, ও মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূলপ্রার্থী মোয়াজ্জেম হোসেন, প্রত্যেকের সম্পত্তির পরিমাণ ১ কোটি বলে ঘোষিত হয়েছে নির্বাচনী হলফনামায়। ২ কোটি টাকার সম্পত্তির অধিকারী কংগ্রেসের বালুরঘাটের সাংসদ আব্দুস সাদেক সরকার।
কোটিপতির তালিকায় বিজেপি প্রার্থীরা
মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী হুমায়ুন কবির, মালদা উত্তরের খগেন মুর্মু, ও মালদা দক্ষিণের শ্রীরূপা মিত্র চৌধুরীও কোটি টাকার সম্পত্তির অধিকারী বলে নির্বাচনী হলফনামায় জানানো হয়েছে।
কোটিপতি বাম প্রার্থী
মালদা উত্তরের সিপিআই-এম প্রার্থী বিশ্বনাথ ঘোষ নিজের সম্পত্তির পরিমাণ ১ কোটি ঘোষণা করেছেন। উল্লেখ্য, তৃতীয় দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট ১১ জন প্রার্থী কোটিপতি হিসাবে চিহ্নিত হয়েছেন। পাশাপাশি ১৫ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা।