হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম বাহারা হাওরে কৃষক-শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে কর্মকর্তাদের নিয়ে বোরো ধান কেটেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। শুক্রবার তিনি দিনভর শাল্লায় হাওররক্ষা বাধ পরিদর্শনের সময় হাওরের ক্ষেতে নামে ধানকাটায় অংশ নেন।
এসময় তিনি স্থানীয় কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দেন। কাস্তে হাতে জেলা প্রশাসককে হাওরে দেখে কৃষক-শ্রমিকরাও উজ্জীবিত হন। তারা কৃষকদের প্রতি সংহতি দেখানোয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে অভিনন্দন জানান।
জেলা প্রশাসকের সঙ্গে ধান কাটায় অংশ নেন, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন, সহকারি কমিশার আসিফ আল জিনাত, নবযোগদানকৃত সহকারি কমিশনার জহিরুল আলম, মোঃ রিফাতুল হক, এস.এম. রেজাউল করিম ও মোঃ সম্রাট হোসেন। এছাড়াও জেলা প্রশাসকের ছেলে আনাফ নাহিরও ধানকাটায় অংশ নেন।