হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পদ্মা ইটভাটার বিষাক্ত গ্যাসে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মৌজায় স্থাপিত পদ্মা ইট-ভাটার বিষাক্ত গ্যাসে ওই এলাকায় অর্ধশতাধিক কৃষকের প্রায় ১শ বিঘা জমির ইরি-বোরো ধান পুড়ে চিটা হয়ে গেছে। এ ব্যাপারে চকনুর ও বৈকুণ্ঠপুর গ্রামের অর্ধশতাধিক কৃষক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হক মন্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইট পোড়ার মৌসুম শেষ করার লক্ষে শ্রমিকরা ভাটার পশ্চিম পাশের ৩টি ক্লেন একযোগে খুলে দেন। এ সময় ভাটা থেকে নির্গত গ্যাসে চকনুর বৈকুণ্ঠপুর মৌজার প্রায় ১শ বিঘা জমির বোরো ধানের শীষ পুড়ে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকার প্রান্তিক ও বর্গা চাষী হাবিবুর রহমান হেনা, ইমরান, সহিদুল ইসলাম, আব্দুল বারিক, শাহেদ আলী, আব্দুল মালেক, হায়দার আলী, কামরুলসহ অর্ধশতাধিক কৃষকের ঘরে চলছে কান্নার মাতম। ভাটা মালিক লিটন বলেন, আমি এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখিত ও কৃষকদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছি।