হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মরম আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার শিমুলকান্দি চাঁন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, ২ টি রামদা, ১ টি চাপাতি, ২৫ বোতল ফেনিসিডিল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিহত মরম আলী ভৈরব উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ডাকাত ধরতে চাঁনপুর যাচ্ছিল। এ সময় চাঁনপুর ব্রিজের কাছে থেকে একদল ডাকাত পুলিশের উপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি করলে মরম আলী নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মরম আলীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মরম আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরম ডাকাত ১২ আন্তজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ভৈরব থানায় মার্ডার ও ডাকাতির মামলা রয়েছে।