হাওর বার্তা ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে জেলের জালে ২০০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার ভোরে জকিগঞ্জের ডুবাইচর এলাকার কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে।
দুপুরে সিলেট নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়েছে ২০০ কেজি ওজনের বিশাল আকৃতির এ বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।
জকিগঞ্জ থেকে মাছটি কিনে দুপুরে সিলেট নগরের লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন, মখলিছ মিয়া ও শাহাব উদ্দিন। তারা মাছটির দাম হাঁকেন ৪ লাখ টাকা। তবে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা মাছটির দাম উঠেছে।
মাছ ব্যবসায়ী মখলিছ মিয়া বলেন, সকালে মাছটি কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি নিয়ে আসেন লালবাজারে। বাজারে তোলার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে।
তিনি বলেন, পর্যাপ্ত দাম না পেলে সোমবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আমরা বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। কেনা দাম না ওঠায় মাছটি বিক্রি করিনি।
জাগোনিউজ