হাওর বার্তা ডেস্কঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো হবে ৯ মে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে ও ২২ এপ্রিলের পরীক্ষা হবে ১২ মে। এ ছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বেলা দুইটা থেকে নেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক আজ সোমবার সাংবাদিককে এই তথ্য জানান। তিনি বলেন, পবিত্র শবে বরাতের কারণে ২২ এপ্রিলের পরীক্ষা পেছানো হয়েছে। বাকিগুলো পরীক্ষায় সমন্বয় করার জন্য পরিবর্তন করা হয়েছে। ১ এপ্রিল শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষার্থী প্রায় সাড়ে ১৩ লাখ।