হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে এলার্ট দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। চমৎকার পরিবেশ বিরাজ করছে। কেন মার্কিন নাগরিকদের চলাচলে তারা সন্তুষ্ট না, বুঝতে পারছি না।
রোববার দুপুরে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এলার্ট জারি তাদের প্র্যাকটিসে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা জারি করেছে। রেড এলার্ট নয়, তারা তাদের নাগরিকদের এলার্ট দিয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা জানি না কী কারণে তারা এলার্ট দিয়েছে। অথচ আমাদের দেশে এ ধরনের সতর্কতা দেওয়ার মতো কোনো পরিবেশ হয়নি। কেননা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা তৎপর।’
প্রসঙ্গত, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের ওপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।