হাওর বার্তা ডেস্কঃ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে আগের সব প্রস্তাবই যুক্তরাজ্যের আইনসভায় প্রত্যাখ্যাত হয়েছে। তবে এবার ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে বিলম্বের বিলটি আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মাত্র এক ভোটে পাস হয়েছে। এখন এই বিলটি আইনে পরিণত হওয়ার জন্য আইনসভার উচ্চকক্ষ লর্ডসভার অনুমোদন পয়োজন হবে। তাছাড়া ইইউকে এই বিলম্বসংক্রান্ত বিলটি অনুমোদন দিতে হবে।
মূলত প্রধানমন্ত্রী থেরেসা মে লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিট নিয়ে অচলাবস্থার অবসান ঘটাতে একমত হওয়ার পরই প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। বিলটি উত্থাপন করেন সাবেক শ্রমমন্ত্রী ইভেতে কোপার।
কোনো চুক্তি ছাড়া ইইউ থেকে বের হওয়া ঠেকাতেই মূলত এই প্রস্তাবটি পাস করা হয়েছে। পূর্ববর্তী আইন অনুযায়ী যুক্তরাজ্যের ১২ এপ্রিলের মধ্যে ইইউ থেকে বের হওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতা পূরণে ইইউর দেশগুলোর সঙ্গে করা একাধিক চুক্তি প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে যায়।