হাওর বার্তা ডেস্কঃ সামরিক বাহিনীর সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জোর করে সে দেশে ফেরত পাঠানো অব্যাহত রেখেছে ভারত। দেশটির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, হত্যার শঙ্কা, নির্যাতন, খারাপ আচরণ বা অন্য কোনো ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে, এমন কাউকে নিজ দেশে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের বিরোধী। জাতিগত ও ধর্মীয় পরিচয়ের কারণে মিয়ানমারে রোহিঙ্গারা আক্রমণ, প্রতিহিংসা ও নিপীড়নের ঝুঁকিতে রয়েছে।
মঙ্গলবার জেনেভা থেকে দেয়া বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এ মন্তব্য করেন। তারা আরও বলেন, পিতা ও সন্তানসহ আরও তিন রোহিঙ্গাকে ভারত সরকার জোর করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি নিন্দনীয়। এই তিন রোহিঙ্গা অবৈধভাবে বসবাসের দায়ে ২০১৩ সাল থেকে ভারতীয় কারাগারে আটক রয়েছে। গত ৩ জানুয়ারি এই পরিবারের অন্য পাঁচ সদস্যকে আলাদা করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
সূত্র- বিডি প্রতিদিন