ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রকারীরা ঢুকে সর্বনাশ করতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫
  • ৩৫২ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ আপনাকে আর নিতে দেয়া হবে না। ২০১৯ সালের আগে আমরা ক্ষমতা ছাড়ব না। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ আলোচনা সভার আয়োজন করে। মায়া বলেন, মা-ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। মানুষ খেকো খালেদা সব হারিয়ে এখন বিদেশি হত্যায় নেমেছেন। মানুষ হত্যা করে কোনো সমাধান করতে পারবেন না। দেশের মানুষের প্রতি আস্থা রাখুন। প্রজন্মলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবকিছু জেনে প্রজন্মলীগের সদস্য বানাবেন। যদি তা না করেন আজকে যারা ষড়যন্ত্র করছে, তারা ঢুকে যেতে পারে। তারা সর্বনাশ করতে পারে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। শেখ রাসেলের প্রতি সম্মান জানাতে হলে আপনাদের রাসেলের মতো হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব অনেক বেশি। এ সময় তিনি পূজায় নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনকে অভিনন্দন জানান। মায়া চৌধুরী বলেন, শারদীয় উৎসব শুরু হয়েছে। পূজামণ্ডপে গিয়ে দেখেন, কি হিন্দু আর কি মুসলিম, বোঝার উপায় নেই। এ উৎসব যেন কেউ নষ্ট করতে না পরে, সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চিরতরে নসাৎ করতে হবে। সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নওশের আলী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ষড়যন্ত্রকারীরা ঢুকে সর্বনাশ করতে পারে

আপডেট টাইম : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ আপনাকে আর নিতে দেয়া হবে না। ২০১৯ সালের আগে আমরা ক্ষমতা ছাড়ব না। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এ আলোচনা সভার আয়োজন করে। মায়া বলেন, মা-ছেলে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। মানুষ খেকো খালেদা সব হারিয়ে এখন বিদেশি হত্যায় নেমেছেন। মানুষ হত্যা করে কোনো সমাধান করতে পারবেন না। দেশের মানুষের প্রতি আস্থা রাখুন। প্রজন্মলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবকিছু জেনে প্রজন্মলীগের সদস্য বানাবেন। যদি তা না করেন আজকে যারা ষড়যন্ত্র করছে, তারা ঢুকে যেতে পারে। তারা সর্বনাশ করতে পারে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। শেখ রাসেলের প্রতি সম্মান জানাতে হলে আপনাদের রাসেলের মতো হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব অনেক বেশি। এ সময় তিনি পূজায় নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনকে অভিনন্দন জানান। মায়া চৌধুরী বলেন, শারদীয় উৎসব শুরু হয়েছে। পূজামণ্ডপে গিয়ে দেখেন, কি হিন্দু আর কি মুসলিম, বোঝার উপায় নেই। এ উৎসব যেন কেউ নষ্ট করতে না পরে, সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চিরতরে নসাৎ করতে হবে। সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নওশের আলী প্রমুখ।