ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসাবে ইতিহাস গড়লেন আব্দুর রাজ্জাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসাবে যা রীতিমত ইতিহাস। অর্থাৎ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ৪০০ উইকেট অর্জন করেছেন জাতীয় দলের সাবেক স্পিনার।

আজ বুধবার উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে ১ উইকেট দূরে ছিলেন আব্দুর রাজ্জাক। ইনিংসের ১২তম ওভারে প্রথমবারের মতো বল করতে এসেই যা পূর্ণ করেন তিনি। ৩৩ রান করা আনিসুল ইসলামকে ব্যক্তিগত প্রথম ওভারের শেষ বলে কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পান।

হিসাব বলছে, প্রথম বাংলাদেশি হিসেবে এ অর্জনে নাম লেখাতে ২৬৯টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১৩,৯৫২টি বল করে এ উইকেটগুলো নিজের ঝুলিতে জমা করেছেন তিনি। ৩৪.৯ স্ট্রাইক রেটের বিপরীতে ওভার প্রতি ৪.৩৮ ইকোনমিতে ক্যারিয়ারে রান খরচা করেছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে রাজ্জাকের পরের অবস্থানে রয়েছেন মাশরফি বিন মুর্তজা। তার সামনেও রয়েছে এ অর্জনের হাতছানি।

আর মাত্র ৯টি উইকেট শিকার করলেই রাজ্জাকের পর এ তালিকায় নাম ওঠবে তার। ৩৫ বছর বয়সী এ পেসারের ঝুলিতে রয়েছে ৩৯১টি উইকেট। ২৮০ ম্যাচ থেকে যা সংগ্রহ করেছেন তিনি। এরপরের অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রথম বাংলাদেশি হিসাবে ইতিহাস গড়লেন আব্দুর রাজ্জাক

আপডেট টাইম : ০৭:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ চলমান ঢাকা প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসাবে যা রীতিমত ইতিহাস। অর্থাৎ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ৪০০ উইকেট অর্জন করেছেন জাতীয় দলের সাবেক স্পিনার।

আজ বুধবার উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে ১ উইকেট দূরে ছিলেন আব্দুর রাজ্জাক। ইনিংসের ১২তম ওভারে প্রথমবারের মতো বল করতে এসেই যা পূর্ণ করেন তিনি। ৩৩ রান করা আনিসুল ইসলামকে ব্যক্তিগত প্রথম ওভারের শেষ বলে কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পান।

হিসাব বলছে, প্রথম বাংলাদেশি হিসেবে এ অর্জনে নাম লেখাতে ২৬৯টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১৩,৯৫২টি বল করে এ উইকেটগুলো নিজের ঝুলিতে জমা করেছেন তিনি। ৩৪.৯ স্ট্রাইক রেটের বিপরীতে ওভার প্রতি ৪.৩৮ ইকোনমিতে ক্যারিয়ারে রান খরচা করেছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে রাজ্জাকের পরের অবস্থানে রয়েছেন মাশরফি বিন মুর্তজা। তার সামনেও রয়েছে এ অর্জনের হাতছানি।

আর মাত্র ৯টি উইকেট শিকার করলেই রাজ্জাকের পর এ তালিকায় নাম ওঠবে তার। ৩৫ বছর বয়সী এ পেসারের ঝুলিতে রয়েছে ৩৯১টি উইকেট। ২৮০ ম্যাচ থেকে যা সংগ্রহ করেছেন তিনি। এরপরের অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান।