ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনে চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার পর গণভবনে এই চা চক্র শুরু হয়। গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সূত্র আরো জানায়, এই চা-চক্রে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়াও যোগ দিয়েছেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ অন্যান্যরা।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয় ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল। এর ধারাবাহিকতায় আজকের চা-চক্রে অংশ নেওয়ার জন্য ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে চা-চক্রে নিমন্ত্রণ করা হয়।

এদিকে সংলাপে অংশ নিলেও প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকালকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

প্রসঙ্গত, এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভবনে চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

আপডেট টাইম : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার পর গণভবনে এই চা চক্র শুরু হয়। গণভবন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সূত্র আরো জানায়, এই চা-চক্রে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়াও যোগ দিয়েছেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ অন্যান্যরা।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেয় ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল। এর ধারাবাহিকতায় আজকের চা-চক্রে অংশ নেওয়ার জন্য ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে চা-চক্রে নিমন্ত্রণ করা হয়।

এদিকে সংলাপে অংশ নিলেও প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকালকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তারা।

প্রসঙ্গত, এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।