ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় বিজয় ও আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৩৩৩ বার

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবীতে বিগত ২৬ বছর যাবত জেলা নাগরিক আন্দোলনের নেতৃত্বে পরিচালিত বৃহত্তর ময়মনসিংহবাসীর বিভাগ আন্দোলনের যৌক্তিকতা অনুধাবন করে অবশেষে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ ১৮ অক্টোবর রবিবার বেলা ১১টায় ময়মনসিংহ শহরে বিশাল বিজয় ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও সংগঠন ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দালন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম জানান, শহরের টাউন হল চত্বর থেকে রবিবার বেলা ১১টায় শোভাযাত্রার উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভায় সর্বস্তরের মানুষকে এই বিজয় ও আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়ার আহবান জানান জেলা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। এই কর্মসূচী সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও সংগঠনের সাথে আলোচনা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন দাবীর আন্দোলনে যারা বিশেষ অবদান রেখেছেন তারাসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই ৪ জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করবেন।

বহুল প্রত্যাশিত ময়মনসিংহ বিভাগের গেজেট গত (১৩ অক্টোবর) রাতে প্রকাশিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এস.আর.ও. নং ৩০৪-আইন/২০১৫ স্বারকে এই গেজেটটি প্রকাশ করা হয়। এরআগে ময়মনসিংহ বিভাগ বাস্তবানে প্রতিষ্ঠার লক্ষে গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই ৪ জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেন। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার জন্য গত ২৬ জানুয়ায়ী, ২০১৫ নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন হওয়ায় বিজয় ও আনন্দ শোভাযাত্রা

আপডেট টাইম : ১০:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবীতে বিগত ২৬ বছর যাবত জেলা নাগরিক আন্দোলনের নেতৃত্বে পরিচালিত বৃহত্তর ময়মনসিংহবাসীর বিভাগ আন্দোলনের যৌক্তিকতা অনুধাবন করে অবশেষে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ ১৮ অক্টোবর রবিবার বেলা ১১টায় ময়মনসিংহ শহরে বিশাল বিজয় ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও সংগঠন ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দালন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম জানান, শহরের টাউন হল চত্বর থেকে রবিবার বেলা ১১টায় শোভাযাত্রার উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভায় সর্বস্তরের মানুষকে এই বিজয় ও আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়ার আহবান জানান জেলা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। এই কর্মসূচী সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও সংগঠনের সাথে আলোচনা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন দাবীর আন্দোলনে যারা বিশেষ অবদান রেখেছেন তারাসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই ৪ জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করবেন।

বহুল প্রত্যাশিত ময়মনসিংহ বিভাগের গেজেট গত (১৩ অক্টোবর) রাতে প্রকাশিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২ এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এস.আর.ও. নং ৩০৪-আইন/২০১৫ স্বারকে এই গেজেটটি প্রকাশ করা হয়। এরআগে ময়মনসিংহ বিভাগ বাস্তবানে প্রতিষ্ঠার লক্ষে গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই ৪ জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেন। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার জন্য গত ২৬ জানুয়ায়ী, ২০১৫ নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।