অবসরপ্রাপ্ত দুই সেনা প্রধানের প্রত্যাশা, সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা। সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। আজ শনিবার সকালে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১-এর চতুর্থ জাতীয় সম্মেলনে তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ কনভেনশন শুরু হয়। বক্তারা বলেন, তাদের আন্দোলনের সবচেয়ে বড় অর্জন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়া। মানুষের সহযোগিতা ও আকাঙ্ক্ষার ফলেই এ বিচার শুরু হয়েছে। কনভেনশনে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। যুদ্ধাপরাধীমুক্ত মুক্তিযুদ্ধের চেতনার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন শুরু করেছিলাম। সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। কনভেনশনের আহ্বায়ক ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন ও সহযোগিতার জন্য বাঙালি জনগোষ্ঠীকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা, সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে কনভেনশন শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব হারুন হাবীব। শুভেচ্ছা বক্তব্য দেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন প্রমুখ।
সংবাদ শিরোনাম
সাবেক দুই সেনাপ্রধানের প্রত্যাশা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
- ২২৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ