হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ মোঃ আলাল উদ্দিন (৩৯) ও মোঃ শহীদ (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম শোভন খান, এস, বিএন এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাঠের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন কিশোরগঞ্জ সদর গাংগাইল এলাকার মৃতঃ আঃ মান্নানের ছেলে। র্যাব জানায়, গ্রেফতারের সময় মোঃ আলাল উদ্দিন কাছে থেকে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর তারা মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
অপর দিকে, রবিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে যশোদল পাক্কার মাথা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ শহীদকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ শহীদ কিশোরগঞ্জ সদরের চারুয়া কান্দি এলাকার মোঃ ছফির উদ্দিনের ছেলে।
গ্রেফতারের সময় মোঃ শহীদের কাছে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর তারা মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তাছাড়া, এ ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।