রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে প্রায় আধা ঘন্টাব্যাপী প্রেস ক্লাব এলাকা উত্তেজনা বিরাজ করে।
রাজধানীতে প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর সমর্থক ও অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সকালে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করতে আসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী এই সংগঠনের দুইটি গ্রুপ।
একপক্ষের নেতৃত্বে ইলিয়াস হোসাইন বিন হেলালী ও অপর পক্ষের নেতৃত্বে আখতার হোসাইন বুখারী।
জানা গেছে, আখতার হোসাইন বুখারীর সমর্থকরা ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করতে গেলে অপর পক্ষের সঙ্গে বিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
এসময় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন।