হাওর বার্তা ডেস্কঃ ৪৩৫ ম্যাচে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন বার্সেলোনার এই সুপারস্টার।
গতকাল ঘরের মাঠে এইবারের বিপক্ষে ৫৩ মিনিটে ঐতিহাসিক ৪০০তম গোলটি করেন মেসি। লা লিগায় এটি ছিল তার ৪৩৫ নাম্বার ম্যাচ। এছাড়াও এখন পর্যন্ত বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন ৩১ বার।
লা লিগায় মেসি অভিষেক হয় ২০০৪ সালের অক্টোবরে।
১ম গোল ২০০৫ সালের ১ মে আলবাসেতের বিপক্ষে।
১০০তম গোল ২০১০ সালের ২০ নভেম্বর আলমেইরার বিপক্ষে।
২০০তম গোল ২০১৩ সালের ২৭ জানুয়ারি ওসাসুনার বিপক্ষে।
৩০০ তম গোল ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি স্পোর্টিং ডে গিয়নের বিপক্ষে।
এছাড়াও, মেসি লা লাগয়া ৩৭ টি ক্লাবের বিপক্ষে গোল করেছেন। সব থেকে বেশি গোল করেছেন স্যাভিয়ার বিপক্ষে- ২৪ ম্যাচে ২৫ গোল।
লা লিগার শীর্ষ ১০ গোলদাতার তালিকা
লিওনেল মেসি (২০০৪- বর্তমান/ গোল ৪০০)
ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৯-১৮/ গোল ৩১১)
তেলমো জাররা (১৯৪০-৫৫/ গোল ২৫১)
হুগো সানচেস (১৯৮১-৯৪/ গোল ২৩৪)
রাউল (১৯৯৪-২০১০/ গোল ২২৮)
এলফ্রেড দ্য স্টিফেনো (১৯৫৩-৬৬/ গোল ২৭৭)
সিজার রদ্রিগেজ (১৯৩৯-৫৫/ গোল ২২৩)
কুইনি (১৯৭০-৮৭/ গোল ২১৯)
পাহিনো (১৯৪৩- ৫৬/ গোল ২১০)
এডমান্ডো সুয়ারেজ (১৯৩৯-৫০/ গোল ১৯৫)