ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জিয়া মুক্তিযোদ্ধা না হলে একটাও মুক্তিযোদ্ধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৪০৩ বার

জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে বাংলাদেশে একটাও মুক্তিযোদ্ধাও নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, স্বাধীনতার জন্য যা দরকার জিয়াউর রহমান সবই করেছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নজরুল ইসলাম খান জিয়াকে নিয়ে আওয়ামী লীগের নেতাদের ‘বিরূপ’ মন্তব্যের কড়া সমালোচনা করেন। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। তাহলে কি তাদের নেতা শেখ মুজিবুর রহমান না জেনেই পাকিস্তানের চরকে বীরউত্তম খেতাব দিয়েছেন। এ কথা বলতে গিয়ে আওয়ামী লীগ নেতারা নিজের নেতাকেও যে অসম্মান করছেন, সেটাও তারা বুঝেন না। তিনি বলেন, জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা সেটা তারা কি করে বুঝবেন, তারা তো মাঠেই ছিলেন না। স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। নিজ কানকে তো অবিশ্বাস করতে পারি না। এখন অনেক গল্পই শুনি, কতজনে ঘোষণা দিয়েছেন। এটা আবার সংবিধানেরও অংশ। আমরা বেলাল মোহাম্মদ, হান্নান সাহেবের ঘোষণা শুনিনি। ইতিহাসকে রাষ্ট্রীয় হুকুম করে বদলানো যায় না। নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান নিজে লিখে ঘোষণাপত্রটি পড়েছেন। এরপর রাজনীতিকরা তাকে বুঝিয়েছেন যে, আপনি এভাবে বললে বিদ্রোহ বলে মনে হবে, স্বাধীনতা হবে না। এভাবে বললে ভালো হবে। তিনি সেটা মেনে নিয়েছেন। বিএনপি নেতা বলেন, জিয়া ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। দলকানা বুদ্ধিজীবীরা তার ভালো কাজগুলোকে লুকিয়ে অন্য কথা বলে। কারণ সরকার যে তাদের লালন পালন করে। এ আলোচনা সভার আয়োজন করে ‘শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ’ নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক সাবেক ঢাবি উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি জিয়াউর রহমানের ওপর তথ্যভিত্তিক প্রামাণ্য গ্রন্থ রচনার প্রতিশ্রুতি দেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম, কবি আবদুল হাই শিকদার, গবেষণা পরিষদের সদস্য অমর চন্দ্র মিস্ত্রি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া মুক্তিযোদ্ধা না হলে একটাও মুক্তিযোদ্ধা নেই

আপডেট টাইম : ১১:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫

জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে বাংলাদেশে একটাও মুক্তিযোদ্ধাও নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, স্বাধীনতার জন্য যা দরকার জিয়াউর রহমান সবই করেছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নজরুল ইসলাম খান জিয়াকে নিয়ে আওয়ামী লীগের নেতাদের ‘বিরূপ’ মন্তব্যের কড়া সমালোচনা করেন। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। তাহলে কি তাদের নেতা শেখ মুজিবুর রহমান না জেনেই পাকিস্তানের চরকে বীরউত্তম খেতাব দিয়েছেন। এ কথা বলতে গিয়ে আওয়ামী লীগ নেতারা নিজের নেতাকেও যে অসম্মান করছেন, সেটাও তারা বুঝেন না। তিনি বলেন, জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা সেটা তারা কি করে বুঝবেন, তারা তো মাঠেই ছিলেন না। স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। নিজ কানকে তো অবিশ্বাস করতে পারি না। এখন অনেক গল্পই শুনি, কতজনে ঘোষণা দিয়েছেন। এটা আবার সংবিধানেরও অংশ। আমরা বেলাল মোহাম্মদ, হান্নান সাহেবের ঘোষণা শুনিনি। ইতিহাসকে রাষ্ট্রীয় হুকুম করে বদলানো যায় না। নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান নিজে লিখে ঘোষণাপত্রটি পড়েছেন। এরপর রাজনীতিকরা তাকে বুঝিয়েছেন যে, আপনি এভাবে বললে বিদ্রোহ বলে মনে হবে, স্বাধীনতা হবে না। এভাবে বললে ভালো হবে। তিনি সেটা মেনে নিয়েছেন। বিএনপি নেতা বলেন, জিয়া ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। দলকানা বুদ্ধিজীবীরা তার ভালো কাজগুলোকে লুকিয়ে অন্য কথা বলে। কারণ সরকার যে তাদের লালন পালন করে। এ আলোচনা সভার আয়োজন করে ‘শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ’ নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক সাবেক ঢাবি উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি জিয়াউর রহমানের ওপর তথ্যভিত্তিক প্রামাণ্য গ্রন্থ রচনার প্রতিশ্রুতি দেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম, কবি আবদুল হাই শিকদার, গবেষণা পরিষদের সদস্য অমর চন্দ্র মিস্ত্রি প্রমুখ।