হাওর বার্তা ডেস্কঃ ভেবেছিলে ফেসবুকে ফেক আইডি খুলে যা খুশি করবে এবং আমরা কিছুই করতে পারবোনা। সেই দিন অতীত হয়ে গেছে। মাটির নিচে থাকলেও আমরা খুঁজে বের করতে পারবো। ফেক আইডি বন্ধ করে অপপ্রচার, গুজব ছড়ানো ও মিথ্যা তথ্য প্রদান বন্ধু কর নইলে এই তালিকায় হাতকড়াসহ যুক্ত হবে।
এই কথাগুলো প্রখ্যাত প্রযুক্তিবিদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদ শেয়ার করে উপরের কথাগুলো লেখেন তিনি।
প্রসঙ্গত, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন, রবিউল ইসালম (৪২), আখলাকুজ্জামান আনসারী (৪৩), তোফাজ্জল হোসেন হেলাল (৪০), তানভীর হাসান মোহন (২২), ইউসুফ (৩০), আবু রায়হান আলবিরুনী পুসকিন (৪৩) ও আবুল কালাম (৩৪)।
এই সংক্রান্ত একটি সংবাদ নিজের টাইমলাইনে শেয়ার করে এমন সতর্কতা জানিয়েছেন তিনি।