ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদী স্নাতক ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৫৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরের ১০টি কেন্দ্র রয়েছে। এবছর এই অনুষদের ১,১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩,২৩৪ জন। প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩৭ জন ভর্তিচ্ছু। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পরীক্ষার হলে এ ধরনের কোনো যন্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। পরীক্ষার আসনবিন্যাস ঢাবির নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) পাওয়া যাবে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদী স্নাতক ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। একযোগে ১৩টি পরীক্ষা কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, এবার ‘সি’ ইউনিটে ৬২০টি আসনের (বাণিজ্য-৫৪০ টি ও অন্যান্য-৮০) বিপরীতে ৩৪,৬৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (wwwwww.jnu.ac.bd) পাওয়া যাবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষেধের পাশাপাশি পরীক্ষার্থীদের হাফ হাতার জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে আসার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ধর্মীয় অনুশাসনের পোশাকে এ শর্ত শিথিলযোগ্য হলেও তাদের জন্য বিশেষ নজরদারী থাকবে। এছাড়া ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তি সংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর।
সংবাদ শিরোনাম
ঢাবির ‘গ’ ও জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
- ৩৬৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ