হাওর বার্তা ডেস্কঃ গেল বছরের আগস্টে বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। লক্ষ্য ছিল লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে দলের প্রাণ হয়ে ওঠা। তাই রেকর্ড ট্রান্সফার ফিতে পাড়ি জমিয়েছিলেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রাতারাতি বনে যা বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের।
এদিকে নেইমারের অভাব পূরণ করতে কম চেষ্টা করেনি বার্সেলোনা। কিনেছে উসমান ডেম্বেলেকে। তার পর দলে ভিড়িয়েছে নেইমারের স্বদেশী বন্ধু ফিলিপে কুতিনহোকেও। ডেম্বেলে-কুতিনহোরা মাঝে মাঝে দলের হয়ে জ্বলে উঠলেও নেইমারের মতো ধারাবাহিক নন কেউই। ফলে নেইমারের অভাব ভালোভাবে অনুভব করছে স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি।
নেইমারের অভাব অনুভব করছেন বার্সার প্রাণভোমরা মেসিও। সাবেক এই সতীর্থকে পেতে মন ব্যাকুল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মুখ ফুটে বলেও ফেলেছেন সেই কথা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই সুপারস্টার বলেছেন, ‘আমরা অবশ্যই তাকে ফিরে পেতে চাই। কারণ একজন খেলোয়াড় হিসেবে, লকার রুমের বন্ধু হিসেবে সে বিশেষ কিছু। আমরা বন্ধু, আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি। হয়তো কিছু মুহূর্ত অত ভালো ছিল না। কিন্তু আমরা অনেক লম্বা সময় এক সঙ্গে কাটাতাম।’
২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে কিনেছে পিএসজি। দীর্ঘ দিন ধরে আরেক স্প্যানিশ জায়ান্ট নেইমারের পিছু লেগে আছে। কিন্তু কোনভাবে পেরে উঠছে না তারা। বার্সার জন্যও যে কাজটা বেশ কঠিন হবে সেটাও জানেন মেসি, ‘আমি জানি এটা খুব জটিল। কিন্তু ওর প্যারিস ছাড়ার সম্ভাবনা আমার কাছে খুব কঠিন বলেই মনে হয়। পিএসজি ওকে এত সহজে ছাড়বে না।’