দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালে বিপক্ষে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। ইনজুরি আক্রান্ত এই ক্রিকেটারের খোঁজ নিতে তাকে ফোন করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
গতকাল শুক্রবার নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় চোট পান সাইম। ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে তার। এ কারণে অন্তত ছয় সপ্তাহ প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এবার গুরুত্বপূর্ণ সেই টুর্নামেন্টে সাইমকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এরই মধ্যে গতকাল শনিবার তাকে ফোন করেন জারদারি।
ফোন দিয়ে সাইমের দ্রুত সুস্থতা কামনা করেন পাকিস্তান প্রেসিডেন্ট। এছাড়া সাম্প্রতিক সিরিজগুলোতে সাইমের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। ফোনের আরেক প্রান্ত থেকে সাইম ফোন করার জন্য জারদারিকে ধন্যবাদ জানান। এ সময় শক্তভাবে প্রত্যাবর্তনের অঙ্গীকারও করেন তিনি।
ইনজুরিতে পড়ার আগে ব্যাট হাতে রীতিমতো উড়ছিলেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছুটিয়ে হয়েছেন সিরিজসেরা।
নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্টের প্রথম দিন সপ্তম ওভারে ইনজুরির কবলে পড়েন সাইম। রায়ান রিকেল্টনের একটি শট ব্যাটের কানায় গেলে গালি ও ব্যাকওয়ার্ড পয়েন্টের ভেতর দিয়ে চলে যায়। বলের পেছনে ধাওয়া করেন সাইম ও আমের জামাল। বলটি ধরে জামাল ফেরত পাঠালেও পিছলে গিয়ে গোড়ালি দুমড়ে মুচড়ে যায় সাইমের। সঙ্গে সঙ্গে চিকিৎসা সাহায্যের আবেদন জানান তিনি। পরে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।
মাঠের সেই ঘটনার পর হাসপাতালে নিয়ে সাইমের ‘এমআরআই’ করানো হয়। সেখানে তার পায়ের ফ্র্যাকচার ধরা পড়ে। সাধ্যমতো চিকিৎসা দেওয়ার পরও পায়ে ভর রাখতে ব্যর্থ হন সাইম। এসময় বিমর্ষ হয়ে পড়েন তিনি। তার পরিবর্তে পরে ফিল্ডিং করেন আব্দুল্লাহ শফিক।
টেস্টের বাকি সময়ে সাইমকে পাওয়া যাবে না জানিয়ে এক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে আরও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে বলেও জানানো হয় পিসিবির বিবৃতিতে।