হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিভাগের আয়োজনে ইটনা উপজেলার ৪৯ টি ভোট কেন্দ্রের আওয়ামী লীগ দলীয় ৩শত পুরুষ-মহিলা এজেন্টেদের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা গতকাল রোববার সকালে উপজেলা সদরের সরকারী মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মহাজোট প্রার্থী রেজওয়ান আহাম্মদ এমপি এ প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, আওয়ামী লীগ সভাপতি হাজী ঈসমাহিল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টিজ সদস্য শামিমা সুলতানা ঝর্ণা প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন কেন্দ্রিয় যুবমহিলা লীগের সহতথ্য ও গবেষনা সম্পাদক তানিয়া সুলতানা হেপি, ঢাকার ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ওপ্রশিক্ষক ডা. মো. আবু হানিফ।
এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীরা দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।