হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জানে আলম মুনশী। এর আগে তিনি কোতয়ালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার ডিএমপি সদর দফতর থেকে এক অফিস আদেশে এই বদলি করা হয়।
একই আদেশে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মওদুল হাওলাদারকে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো. নিরু মিয়াকে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে রমনা মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম পিপিএমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।